শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিলেন জেড আই খান পান্না
- By Jamini Roy --
- 21 November, 2024
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপার্সন জহিরুল ইসলাম খান পান্না (জেড আই খান পান্না) ঘোষণা করেছেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করবেন যদি এর সুযোগ আসে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, "যদি সুযোগ আসে, আমি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করব।"
এদিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি সবসময় নিপীড়িতের পক্ষে আছি, সে যেই হোক না কেন। মানবিক দিক বিবেচনায় শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের আগ্রহ প্রকাশ করেছি।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মুখে দেশ ত্যাগ করেছিলেন, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় শতাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আইনজীবী জেড আই খান পান্না জানান, "আমি চাই, শেখ হাসিনা এবং অন্যান্যদের আইনি সুবিধা পাওয়ার অধিকার রয়েছে।" তিনি তার অবস্থান সম্পর্কে আরও বলেন, "অবশ্যই এটি আমার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক, তবে প্রত্যেক মানুষের আইনি অধিকার থাকা উচিত।" তিনি তার বক্তব্যে আরো যোগ করেন, "যে কোনো অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে আমি।"
একই সঙ্গে তিনি গণ-মামলার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আগে ছিল গণ-গ্রেফতার, এখন চলছে গণ-মামলা। যদি গণ-মামলা হয়, তবে পরে গণ-গ্রেফতারও হবে। এখন একের পর এক মামলার সম্মুখীন হচ্ছেন অনেক মানুষ।" তিনি আরও বলেন, "এভাবে শতাধিক মামলা হয়েছে, যা এক সময় কখনো হয়নি।"
পরে, জেড আই খান পান্না সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে আইনি লড়াই শেষে এ মন্তব্য করেন। তিনি জানিয়ে দেন, দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার মূল্যবান চিন্তা-ভাবনা রয়েছে।
নির্বাচন প্রসঙ্গে জেড আই খান পান্না বলেন, "ড. ইউনুস মনে করছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার না হলে নির্বাচন দেওয়াই তার সঠিক পদক্ষেপ হবে। তবে নির্বাচন দিয়ে সরকারের দায়িত্ব শেষ হতে পারে না, এর সাথে অবশ্যই গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের কথা আসে।"
তিনি আরও বলেন, "এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। এটি সংস্কার করা নয়, তবে সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায়িত্ব রয়েছে।"
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর পরিপ্রেক্ষিতে জেড আই খান পান্নার এই বক্তব্য রাজনীতিক ও আইনি বিশ্লেষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।